Duration 11:52

বাংলার তাজমহল এবং পিরামিড ভ্রমণ। Tajmohol & Piramid, Narayongonj। ঢাকার কাছে কম খরচে ভ্রমণ। VLOG 33

1 987 watched
0
70
Published 28 Jan 2020

আমাদের ট্রাভেল ভ্লগ ৩৩ এ আমরা ঘুরে আসলাম নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পেরাবো গ্রামে অবস্থিত তাজমহল দেখতে, যাকে বাংলার তাজমহল নামে সবাই চিনে। ভারতের আগ্রার তাজমহলের মত করে এটি নির্মাণ করা হয়। এটি নির্মাণ করেছেন নারায়ণগঞ্জের শিল্পপতি, খ্যাতিমান চলচিত্রকার আহসান উল্লাহ মনি। এছাড়াও এর পাশেই রয়েছে মিশরের পিরামিড এর আদলে করা রাজমনি পিরামিড। ♣️ এখানে আসতে হলে প্রথমেই আসতে হবে নারায়ণগঞ্জ এর মদনপুর বাস স্ট্যান্ড। ঢাকার গুলিস্থান থেকে দোয়েল বা স্বদেশ পরিবহন এর বাসে করে চলে আসুন মদনপুর। এছাড়াও আব্দুল্লাহপুর বা এয়ারপোর্ট এর এদিক থেকে আসমানী পরিবহনের বাসে করে চলে আসা যাবে মদনপুর বাস স্ট্যান্ড। এখান থেকে সি এন জি রিজার্ভ নিয়ে চলে আসা যায়। । ** এখানের এন্ট্রি ফি ১৫০ টাকা, যা দিয়ে তাজমহল এবং পিরামিড দুটিই দেখা যাবে। ♣️ ** তাজমহলঃ গেট দিয়ে ঢুকেই চোখে পড়লো একদম সাজানো গোছানো তাজমহল। জায়গাটি ছোট হলেও বেশ গুছানো সেই কারনে ঘুরেও বেশ ভালো লাগলো। দেখতে একদম ভারতের আগ্রার তাজমহলের মত করে বানানো হয়েছে। তাজমহলের চার কোণে চারটি বড় মিনার এবং মাঝখানে এই মূল ভবনটি । এটি তৈরী করতে আনুমানিক ৫ বছর সময় লাগে এবং প্রায় ৮ বিঘা জায়গার উপর এটি নির্মিত। এখানে প্রবেশের সময় চোখে পড়বে সৌন্দরযমন্ডিত পানির ফোয়ারা। এছাড়াও ফুলের বাগান এবং দর্শনার্থীদের জন্য রয়েছে বসার ব্যবস্থা। তাজমহলের মূল প্রাঙ্গনে উঠে এক অন্যরকম শান্তি পেলাম। অসাধারণ ভাবে নির্মিত এই তাজমহল দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রধান ভবন দামি পাথরে মোড়ানো। একদম সাদা স্বচ্ছ। দেখেই বুঝা যায় অনেক সময় নিয়ে এবং যত্ন নিয়ে এটি নির্মাণ করা হয়েছিলো। তবে ভারতের তাজমহলের মত করে বানানো তে এটি নিয়ে আলোচনা সমালোচনা হয়তো আছে কিন্তু একজন ট্রাভেলার হিসেবে ব্যক্তিগত ভাবে আমার কাছে বেশ লেগেছে। এখানের আরেকটি জিনিস বেশি ভালো লেগেছে সেটি হলো এর সামনের সারি বদ্ধভাবে সাজানো বাগান আর হাঁটার পথ দেখে। ♣️ ** পিরামিড রাজমনি পিরামিড! নাম দেখে মনে হতে পারে এটা আবার কি পিরামিড! আসল নাকি নকল? এর ভেতরেও কি মমি রয়েছে? আমরা তাজমহল দেখে চলে আসি রাজমনি পিরামিড এর এখানে। এটিও তাজমহলের টিকেটের সাথে অন্তর্ভুক্ত। গেট দিয়ে ঢুকে চলে আসলাম খোলা প্রাঙ্গনে। এক পাশেই রয়েছে এ্যাকুরিয়াম এবং সাথে রয়েছে কিছু পাখি এবং টার্কি। এদের কে দেখে হেঁটে হেঁটে চলে আসি সামনে। চোখে পড়বে মিশরের পিরামিডের মত করে তৈরি করা রেপ্লিকা পিরামিডটি। **এখানে দেখতে পাবেন পুরোনো দিনের সিনেমা বানানোর এই যন্ত্রপাতি গুলো। তখনকার সময়ের সব কিছু। এরপর আমরা ঢুকি রাজমনি ফিল্মসিটিতে। সিনেমার সব সেট সাজানো। এই বিশাল রুমে ঢুকে দেখতে পেলাম আদালত এবং বাংলা সিনেমার চৌধুরী সাহেবের বাড়ির সেট। এরপর ই দেখলাম কৃত্রিম ভাবে বানানো বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর। এরপর মাঠের এক দিকে রয়েছে ক্ষুদিরামের সেই ফাঁসির মঞ্চ এবং প্রায় ১১০ বছর আগের দুটি জীপ গাড়ি। এরপর আমরা ঢুকে যাই সেই পিরামিডের ভেতর। ঢুকে দেখি প্রাচীন যুগের সব সাদা কাপড়ে জড়ানো মমি, তবে হ্যা এগুলো অবশ্যই সত্যি নয়। কৃত্রিমভাবে বানানো এগুলো প্রথম দেখায় দেখে একটু খটকা লাগতেই পারে। এরপর আছে প্রাচীন যুগের রাজা বাদশাহদের রেপ্লিকা জামা গুলো। ♣️ যাই হোক, এখানে এগুলো দেখে আমরা বের হয়ে যাই। এরপর চলে আসি কাছেই অবস্থিত একটি সরিষা ক্ষেতে। একদম হলুদের রাজ্য। এত অসাধারন ভিউ যা না দেখলে বোঝানো যাবে না। ♣️ এই ছিলো আমাদের একদিনের ট্যুর। ♣️ বিঃ দ্রঃ যেখানেই যান সেখানকার পরিবেশ যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন।। ময়লা নির্ধারিত স্থানে ফেলুন এখানকার পরিবেশ রক্ষায় সচেতন থাকবেন সবাই ^_^ --------------- ♣️ Facebook Page: https://www.facebook.com/travellingwithhomeboxproduction ♣️ Profile: https://www.facebook.com/heartfreeze.rafiii ♣️ Email: hbproduction08@gmail.com

Category

Show more

Comments - 23