Duration 7:32

গর্ভস্থ শিশুর নড়াচড়া কমে গেছে বা একেবারেই নড়ছে না না নড়ার কারণ ও করণীয় সম্পরকে জেনে নিন।

572 watched
0
19
Published 19 Dec 2023

#Health Tips by Mou, facebook link:https://web.facebook.com/?_rdc=1&_rdr Facebook page link:https://web.facebook.com/profile.php?id=61551427021425 ভিডিওতে যা থাকছেঃ 00:00 প্রাথমিক কথা 01:00 ড়াচড়ার গুরুত্ব 01:25 স্বাভাবিক ভাবে কত বার নড়ে 02:00 স্বাভাবিক কোন কোন কারনে কম নড়ে 02:45 কোন কোন কারনে না নড়লে চিন্তার কারন হতে পারে 04:42 গর্ভস্থ শিশুর নড়াচড়ার ধরন কেমন হয় 05:19 গর্ভস্থ শিশুর নড়াচড়া না করলে বাড়িতে বসে কি করবেন 06:45 গর্ভস্থ শিশুর নড়াচড়া না করলে ক খন হাস্পাতালে যাবেন গর্ভস্থ শিশুর নড়াচড়া প্রথম যেদিন অন্তঃসত্ত্বা মা টের পান, সেদিনকার অভিজ্ঞতার কোনো তুলনাই হয় না। এই আনন্দময় মুহূর্তের জন্য মা অপেক্ষা করে থাকেন। চিকিৎসকেরা এই নড়াচড়াকে গর্ভস্থ শিশুর সুস্থতার একটি বড় লক্ষণ হিসেবে বিবেচনা করে থাকেন। মাকে তাঁরা তাই বলে দেন যেন সারা দিনের নড়াচড়া খেয়াল করে রাখতে। কোনো ব্যত্যয় ঘটলে তা চিকিৎসককে দ্রুত জানাতে হবে। ■ সাধারণত ১৮ থেকে ২৪ সপ্তাহে মা প্রথম পেটের ভেতর শিশুর নড়াচড়া টের পেতে শুরু করেন। এ সময় মৃদু কম্পন বা ধাক্কার মতো হবে অনুভূতিটা। ক্রমে মা নড়াচড়া আরও ভালো টের পেতে শুরু করবেন। প্রথম মা অনভিজ্ঞতার কারণে ১৮ সপ্তাহে তা না-ও বুঝতে পারেন। এতে ভয়ের কিছু নেই। ■ একেক শিশুর নড়াচড়ার ধরন একেক ধরনের। শিশু সব সময় নড়তেই থাকবে, তা-ও নয়। যেমন ঘুমের সময়। গর্ভের মধ্যেও শিশু বিশ্রাম নেয় বা ঘুমায়। তবে এই সময় একটানা ৯০ মিনিটের বেশি হওয়ার কথা নয়। মাকে বুঝে নিতে হবে তার শিশুটি কখন কতক্ষণ সাধারণত ঘুমায়। ■ ২৮ থেকে ৩৬ সপ্তাহ গর্ভকালে সবচেয়ে বেশি নড়াচড়া বোঝা যায়। এতে মায়েরা অভ্যস্তও হয়ে পড়েন। সাধারণত খাওয়াদাওয়ার পর নড়াচড়া বেশি বেড়ে যায়। ■ ৩৬ থেকে ৪২ সপ্তাহ গর্ভকালে গর্ভস্থ শিশু আকারে বেশ বড় হয়ে যায় ও তার নড়াচড়ার স্থান যায় কমে। ফলে নড়াচড়ার তীব্রতা কমে যায়। কিন্তু নড়াচড়া কমে না। ■ কিছু কিছু কারণে বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে বা দীর্ঘ সময় ধরে না-ও নড়তে পারে। এগুলো হলো গর্ভফুল সামনের দিকে থাকা, তীব্র ব্যথানাশক বা ঘুমের ওষুধ খাওয়া, মা অ্যালকোহলে আসক্ত বা ধূমপায়ী হলে, জরায়ুর পানি অতিরিক্ত কমে গেলে, মায়ের যেকোনো জটিল শারীরিক-মানসিক সমস্যা, শিশুর শ্বাসকষ্ট ইত্যাদি। নড়াচড়া হঠাৎ কমে যাওয়া মানে গর্ভস্থ শিশু নিস্তেজ হয়ে পড়ছে। কিক কাউন্ট কমে গেলে মৃত সন্তান প্রসবের ঝুঁকি বেড়ে যায়। তাই গর্ভকালে, বিশেষ করে শেষের দিকে কিক কাউন্ট করা ও যথাযথ সময়ে প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। ৫ থেকে ৬ মাসের গর্ভবতী এর মধ্যে বেশিরভাগ নারীই গর্ভধারণের ১৮ সপ্তাহ–২০তম সপ্তাহে প্রথমবারের মতো এই নড়াচড়া অনুভব করেন। গর্ভকাল আগানোর সাথে সাথে পেটের ভেতরে শিশুর নড়াচড়াও পাল্লা দিয়ে বাড়তে থাকে। কেউ প্রথমবারের মতো গর্ভবতী হলে গর্ভাবস্থার ২০ সপ্তাহ পার হওয়ার আগ পর্যন্ত গর্ভের শিশুর নড়াচড়া না-ও বুঝতে পারেন। বাচ্চা নড়াচরা না করলে কি করবেন,কম বা বেশি নড়াচড়া করলে করণীয়,বাচ্চার নড়াচড়া,বাচ্চার নড়াচড়া কম হলে করণীয়,গর্ভের বাচ্চা নড়াচড়া না করলে কি করবেন?,ছেলে বাচ্চা পেটে কোন সপ্তাহ থেকে নড়াচড়া শুরু করে,কিভাবে বাচ্চা নড়াচড়া করলে বুঝবেন ছেলে সন্তান হবে,গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া,বাচ্চা পেটে নাড়াচাড়া না করলে কি করবেন ? জেনেনিন ।,বাচ্চা পেটে নাড়াচাড়া না করলে কি করবেন ?জেনেনিন ।,গর্ভস্থ বাচ্চার নড়াচড়া,গর্ভের বাচ্চার নড়াচড়া কমে যাওয়ার কারণ,বাচ্চা পেটে নড়াচড়া না করলে কি করবেন? Keyword: গর্ভস্থ শিশুর নড়াচড়া কমে গেছে বা একেবারেই নড়ছে না? না নড়ার কারণ ও করণীয় সম্পরকে জেনে নিন। Less fetal movement during pregnancy .causes of less fetal movementগর্ভের বাচ্চার নড়াচড়া, গর্ভের শিশুর নড়াচড়া, baccar noracora kom hole koronio, baby movement during pregnancy,গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া, বাচ্চার নড়াচড়া কম হলে করণীয়, gorver baccar noracora, গর্ভের সন্তানের নড়াচড়া, gorber baccar noracora, বাচ্চা নড়াচরা না করলে কি করবেন

Category

Show more

Comments - 6